শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

শাপলাচত্বরে মোদি বিরোধী বিক্ষোভ থেকে মাওলানা রফিকুল ইসলাম আটক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে রাজধানীর মতিঝিল শাপলাচত্বরে যুব অধিকার পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিল হয়েছে। ওই মিছিলকে ঘিরে পুলিশের সাথে যুব অধিকার পরিষদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পুলিশ ওই বিক্ষোভ থেকে আলোচিত বক্তা মাওলানা রফিকুল ইসলামসহ ১১ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর ১২টায় মতিঝিল শাপলাচত্বরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় ৩০ মিনিট ধরে চলা এ সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন।

বিক্ষোভে পুলিশের সাথে সংঘর্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্র অধিকার পরিষদের নেতা তানজিদ ও সুবর্ণ নামে দুজন আহত হয়েছেন। তারা বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

যুব অধিকার পরিষদ আয়োজিত এই বিক্ষোভে পুলিশ পেছন থেকে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করেছেন ছাত্র অধিকার পরিষদ নেতা মশিউর রহমান।

তিনি জানান, পুলিশ মিছিলে লাঠিচার্জ, কাদুনে গ্যাস নিক্ষেপ ও ফাঁকা গুলি ছুঁড়েছে। এ সময় বিক্ষোভে অংশ নেয়া প্রায় অর্ধ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

তিনি আরো বলেন, আমরা মতিঝিল শাপলা চত্ত্বর পার হচ্ছিলাম এ সময় ওই হামলার ঘটনা ঘটে। এখান থেকে মাওলানা রফিকুল ইসলামকে আটক করা হয়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img