বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

পাকিস্তানে পুলিশের গুলিতে ৬ টিটিপি সদস্য নিহত

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর একটি বিশেষ অভিযানে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) ৬ জন সদস্য নিহত হয়েছে।

বুধবার (৮ মার্চ) ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে।

বিবৃতিতে বলা হয়েছে, গত ৮ মার্চ উত্তর ওয়াজিরিস্তান জেলায় নিরাপত্তা বাহিনীর দ্বারা একটি গোয়েন্দাভিত্তিক অপারেশন পরিচালনা করা হয়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। ব্যাপক গুলি বিনিময়ের পর টিটিপি‘র ৬ জন সদস্য নিহত হয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, নিহতরা নিরাপত্তা বাহিনী ও বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিল।

উল্লেখ্য, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের আমলে টিটিপির সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তবে ২০২২ সালের ৯ ডিসেম্বর এ চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। শান্তিচুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর থেকে পাকিস্তানের সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের লক্ষ্য করে হামলা বৃদ্ধি করেছে টিটিপি।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ দাবি করেছেন, শুধু খাইবার পাখতুনখোয়া প্রদেশে ৭ থেকে ১০ হাজার টিটিপি সদস্য রয়েছে। তাই টিটিপি দমনে সামরিক অভিযান ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষায় নিযুক্ত সংস্থাগুলোর জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সূত্র: কেপি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img