শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

রাশিয়ার প্রতিটি আঘাতের জবাব দেবে ইউক্রেন: জেলেনস্কি

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার প্রতিটি আঘাতের যথাযথ জবাব দেবে ইউক্রেন। রাজধানী কিয়েভ ও জাপোরিঝিয়ায় রুশ ড্রোন হামলায় ৯ বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর এ হঙ্কার দেন তিনি।

স্থানীয় সময় মঙ্গলবার (২১ মার্চ) রাতে ইউক্রেনে রাজধানী কিয়েভ ও জাপোরিঝিয়া শহরে ড্রোন হামলা চালায় রুশ বাহিনী। ওই হামলায় অন্তত ৯ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।

প্রতিক্রিয়ায় বুধবার (২২ মার্চ) জেলেনস্কি বলেন, আমাদের শহরে শহরে যে হামলা চালানো হচ্ছে, প্রতিটি হামলার নিশ্চিত যথাযথ জবাব দেব আমরা। রাশিয়ার সব আঘাতকে সামরিক, রাজনৈতিক ও আইনি জবাব দেওয়া হবে।

এদিন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় প্রদেশ দোনেৎস্কের বাখমুত পরিদর্শন করে সেখানে লড়াইরত ইউক্রেনীয় সেনাদের সঙ্গে দেখা করেন জেলেনস্কি। এ সময় ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষায় অবদান রাখায় সেনাদের মেডেল দিয়ে পুরস্কৃত করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সোয়েটশার্ট ও সামরিক খাকি ট্রাউজার পরা জেলেনস্কি যোদ্ধাদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুতে রাশিয়া ও ইউক্রেনীয় বাহিনীর মধ্যে গত কয়েকমাস ধরেই চরম লড়াই চলছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img