শনিবার, এপ্রিল ২০, ২০২৪

লন্ডনের ভারতীয় হাই কমিশনে খালিস্তানপন্থীদের হামলা

লন্ডনে ভারতীয় হাই কমিশনে আবারো হামলা চালিয়েছে শিখদের খালিস্তানপন্থী গ্রুপ। ২ হাজারের বেশি খালিস্তানপন্থী লোক জমায়েত হয় ইন্ডিয়া হাউসের সামনে। তারা স্লোগান দেয় “উই ওয়ান্ট খালিস্তান”, “খালিস্তান জিন্দাবাদ”, “ফ্রি অমৃতপাল”!
এসময় ভারতীয় হাই কমিশন লক্ষ্য করে কালির বোতল, পানির বোতল, পাথরের টুকরোও ছোড়ে বিক্ষাভকারীরা। তবে পুলিশ সতর্ক থাকায় তারা ভেতরে ঢুকতে পারেননি।

স্থানীয় সময় বুধবার (২২ মার্চ) সকালে হঠাৎই মধ্য লন্ডনের ভারতীয় হাই কমিশনের সামনে নিরাপত্তা বাড়ায় স্কটল্যান্ড ইয়ার্ড। ব্যারিকেডে ঘিরে ফেলা হয় ভবনের চারদিক।

সোমবার দুপুরে ইন্ডিয়া হাউসের উপর থেকে জাতীয় পতাকা খুলে নিয়ে খালিস্তানি পতাকা উড়িয়ে দিয়েছিল অমৃতপালের সংগঠন “ওয়ারিস পাঞ্জাব দে”- এর সমর্থকেরা। এর পরেই ভারতে নিযুক্ত ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার ক্রিস্টিনা স্কটকে তলব করে সতর্ক করেছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img