সোমবার, অক্টোবর ২, ২০২৩

সুইডেনে ঈদের দিন মসজিদের সামনে কুরআন পোড়ানোর ঘটনায় তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর নিন্দা

সুইডেনে ঈদের নামাজের পর মসজিদের সামনে ঘটা করে কুরআন পুড়ানোর ঘটনায় তীব্র নিন্দা জানালেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।

বুধবার (২৮ জুন) সুইডেনের প্রতি তীব্র নিন্দা জানিয়ে একটি টুইট বার্তা দেন তিনি।

হাকান ফিদান বলেন, পবিত্র ঈদুল আযহার প্রথম দিনে আমাদের পবিত্র ধর্মগ্রন্থের বিরুদ্ধে সুইডেনের জঘন্য কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই। বাকস্বাধীনতার অজুহাতে ইসলামের প্রতি বিদ্বেষ বশত তাদের মুসলিম বিরোধী কার্যক্রম কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

সামনে উপস্থিত থেকে এধরণের জঘন্য কর্মকাণ্ড দেখেও না দেখার ভান করা অপরাধে প্রত্যক্ষ সহযোগিতার শামিল।

উল্লেখ্য, বুধবার (২৮ জুন) পুলিশী নিরাপত্তায় রাজধানীর মেডবোরগারপ্ল্যাটসেন বা সিভিক স্কয়ারের স্টকহোম মসজিদের বাইরে ঈদের নামাজ শেষে কুরআন পুড়ানোর ঘটনা ঘটে।

সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সুইডেনে বসবাসকারী সালওয়ান মোমিকা নামের এক ইরাকি নাগরিক প্রথমে ইসলামকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য ও আপত্তিকর কথা বলতে বলতে মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ আল কুরআন মাটিতে ছুড়ে মারেন। এরপর তাতে আগুন ধরিয়ে দেন।

এছাড়া সুইডিশ পুলিশের পক্ষ থেকেও আগাম ঘোষণা দেওয়া হয় যে, আজ ঈদের নামাজের পর স্টকহোম মসজিদের সামনে একটি প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ পুড়ানো হবে।

সূত্র: আনাদোলু

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img