শনিবার, এপ্রিল ২০, ২০২৪

কুয়েতের পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে

পার্লামেন্ট ভেঙে দিয়েছেন কুয়েতের ক্রাউন প্রিন্স মিশাল আল আহমেদ আল জাবের আল সাবাহ।

বুধবার টেলিভিশনে দেয়া ভাষণে তিনি বলেছেন, কয়েক মাসের মধ্যেই দেয়া হবে নতুন নির্বাচন।

ভাষণে তিনি বলেন, আমরা সাংবিধানিকভাবে জাতীয় পরিষদের বিলুপ্তি এবং নতুন নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচন বা পার্লামেন্টে পরবর্তী স্পিকার বাছাই- কোনো ক্ষেত্রেই আমরা হস্তক্ষেপ করবো না। ক্রাউন প্রিন্স উল্লেখ করেন আঞ্চলিক অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে একটি নিরেট ও নতুন উদ্যোগ জরুরি।

তিনি বলেন, লেজিসলেটিভ এবং নির্বাহী প্রতিষ্ঠানগুলোর কাছে সন্তুষ্ট নন আমাদের জনগণ। উভয় দলের মধ্যে উত্তেজনা বৃদ্ধির ফলে দেশের উন্নয়ন ও জাতীয় ঐক্যে বিঘ্ন ঘটছে।

সূত্র : অনলাইন আরব নিউজ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img