বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪

গ্রিসের সঙ্গে আর কোনো আলোচনা হবে না : এরদোগান

গ্রিসের সঙ্গে আর কোনো দ্বিপাক্ষিক আলোচনা না করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।

বুধবার (২ জুন) তিনি এই নির্দেশ দেন।

প্রায় ৫ বছর বন্ধ থাকার পর গত বছর দুই দেশের মধ্যে নানা ইস্যুতে আলোচনা শুরু হয়েছিল।

জানা গেছে, ভূমধ্যসাগরে সীমানা নিয়ে দ্বন্দ্ব নিরসনে দুই দেশ আলোচনায় বসলেও তাতে সামান্যই অগ্রগতি হয়েছে।

এরইমধ্যে গত সপ্তাহে এরদোগান জানান, তার কাছে গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিটসোটাকিসের কোনো অস্তিত্ব নেই।

এরদোগানের জানান, যুক্তরাষ্ট্র থেকে তুরস্কের এফ-১৬ যুদ্ধবিমান পাওয়া ঠেকাতে উঠে পড়ে লেগেছে গ্রিস। মিটসোটাকিস তার সর্বশেষ যুক্তরাষ্ট্র সফরে বিষয়টি নিয়ে কথা বলেছেন। তিনি তুরস্কের এফ-১৬ পাওয়া ঠেকানোর চেষ্টা করেছেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img