সোমবার, অক্টোবর ২, ২০২৩

পশ্চিমতীরে আরও এক ফিলিস্তিনিকে নির্মমভাবে গুলি করে হত্যা করল ইসরাইল

অধিকৃত পশ্চিমতীরের নাবলুস শহরের এক ফিলিস্তিনিকে নির্মমভাবে গুলি হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনী।

বৃহস্পতিবার (২০ জুলাই) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। নিহতের পরিচয় উল্লেখ না করে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, নাবলুসে দখলদার ইসরায়েলি বাহিনীর গুলিতে এক নাগরিক নিহত হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, হামলায় তিনজন আহত হয়েছে এবং তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইসরায়েলী বসতি স্থাপনকারীদের ওপর ফিলিস্তিনিদের একের পর এক হামলা এবং ফিলিস্তিনিদের ইসরায়েলি বসতি স্থাপনাকারীদের সহিংসতার পর পশ্চিম তীরে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বার্তা সংস্থা এএফপিকে বলেন, সেনাবাহিনী একদল ইসরায়েলি নাগরিককে কঠোর নিরাপত্তা দিয়ে নাবলুসের কাছে একটি ধর্মীয় স্থানে নিয়ে যাওয়ার সময় কয়েক ডজন ফিলিস্তিনি নাগরিক টায়ারে আগুন ধরিয়ে দেয় এবং সৈন্যদের লক্ষ্য করে বিস্ফোরক ডিভাইস ও পাথর ছুড়ে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img