বুধবার, এপ্রিল ১৭, ২০২৪

পটুয়াখালীতে ১০ মণ জাটকা জব্দ, তিন বিক্রেতাকে জরিমানা

পটুয়াখালীতে ১০ মণ জাটকা ইলিশসহ তিন মাছ বিক্রেতাকে আটক করে অর্থদণ্ডে দণ্ডিত করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (জানুয়ারি) বেলা ১১ টার দিকে শহরের হেতালিয়া বাধঘাট এলাকায় অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়।

পটুয়াখালী সদরের সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট শাহীন মাহমুদ এ অভিযান পরিচালনার সময় পুলিশ তিন জনকে আটক করে। তারা হলেন, আমিরুল ইসলাম (৩১), আব্দুর রহিম (৬০) ও আব্দুর রাজ্জাক মীরা (৬২)।

জানা গেছে, অভিযান পরিচালনাকালে ২৩ সেন্টিমিটারের (৯ ইঞ্চি) ছোট সাইজের ৩৯৩ কেজি (প্রায় ১০ মণ) জাটকা উদ্ধার করা হয়। এ সময় মৎস রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী তিনজন বিক্রেতাকে তিন হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img