শনিবার, এপ্রিল ২০, ২০২৪

পশ্চিমতীরে ফিলিস্তিনিদের উপর ইসরাইলী হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব

পশ্চিমতীরে ভয়াবহ হামলা চালিয়ে আরও ৯ জন ফিলিস্তিনিকে নির্মমভাবে হত্যা ও ২০ জনকে গুরুতর আহত করেছে ইহুদীবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সৌদি আরব।

আজ বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ইসরাইলের এই হামলা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন। ফিলিস্তিনের সরকার ও জনগণের প্রতি আমরা আন্তরিক সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করছি। সেই সাথে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছি।

এসময় ইহুদিবাদী ইসরাইলী আগ্রাসন বন্ধ করতে এবং বেসামরিকদের জন্য প্রয়োজনীয় সুরক্ষা প্রদানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানায় সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১ মহিলাসহ ইতোমধ্যে ৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরও ২০ জন।

সূত্র : আরব নিউজ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img