শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

অর্থনৈতিক মন্দার মধ্যে পাকিস্তানে বিপুল বিনিয়োগের ইঙ্গিত দিলেন আমিরাতি প্রেসিডেন্ট

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এক ব্যক্তিগত সফরে পাকিস্তান গেছেন। সফরেকালে তিনি পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।

গত বুধবার (২৫ জানুয়ারি) এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বলেন, “তৈরি থাকুন, সংযুক্ত আরব আমিরাত পাকিস্তানে বিশাল বিনিয়োগ করবে।”

তিনি পাকিস্তানে বড় ধরনের বিনিয়োগ করার পরিকল্পনা করছেন।

এই মুহূর্তে দেশটির ভঙ্গুর অর্থনীতিকে চাঙ্গা করার জন্য বিদেশী প্রবাহের ব্যাপক প্রয়োজন।

বৈঠকে তিনি আরো বলেন, সংযুক্ত আরব আমিরাত সব সময় পাকিস্তানের পাশে থাকবে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এক টুইটার বার্তায় বলেন, “আমার ভাই শেখ মোহাম্মদ বিন জায়েদকে পাকিস্তানে আগমনে আমরা অত্যন্ত আনন্দিত। এটি তার দ্বিতীয় বাড়ি। তার সাথে বৈঠকে আমরা আমাদের সম্পর্ক শক্তিশালী করার উপায় নিয়ে বিভিন্ন আলোচনা করেছি।”

উল্লেখ্য, জায়েদ আল নাহিয়ান যিনি সংযুক্ত আরব আমিরাতের বর্তমান প্রেসিডেন্টের বাবা, তিনি পাকিস্তানের সাথে একটি ভ্রাতৃত্ব পূর্ণ সম্পর্ক গড়ে তুলেছিলেন। পাকিস্তানের জনগণের প্রতি তার ছিল অগাধ ভালোবাসা।

সূত্র: জিও নিউজ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img