বৃহস্পতিবার, মে ২, ২০২৪

মোদিকে নিয়ে বিবিসির ডকুমেন্টারি প্রদর্শনকে কেন্দ্র করে উত্তাল জামিয়া মিল্লিয়া; আটক ১২

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে নির্মিত বিবিসির ডকুমেন্টারি “ইন্ডিয়া: দি মোদি কোয়েশ্চেন” প্রদর্শনের জন্য দিল্লির জামিয়া মিল্লিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের পুলিশ এক ডজনেরও বেশি শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

গতকাল বুধবার (২৫ জানুয়ারি) এ ঘটনাটি ঘটে।

২৫ জানুয়ারি সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের বাইরে উল্লেখযোগ্যভাবে পুলিশের উপস্থিতি চোখে পড়েছিল। তারা টিয়ার গ্যাস ও কামান দিয়ে সজ্জিত ভ্যান নিয়ে উপস্থিত হয়। এ সময় ছাত্ররা ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করলে পুলিশি বাধার সম্মুখীন হলে, তারা বিক্ষোভ করতে থাকে।

বিক্ষোভকারী ছাত্ররা বলেছেন, জামিয়া প্রশাসন ডকুমেন্টারি প্রদর্শিত করতে ইচ্ছুক নয়, কারণ তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হুমকির সম্মুখীন হয়েছে।

প্রতিবাদী এক ছাত্র বলেন, “২০০২ সালের দাঙ্গা সম্পর্কে সবকিছুই জানা গেছে, নতুন করে বলার কিছু নেই, সরকার কী লুকানোর চেষ্টা করছে?”

এর পূর্বে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যে কোনো ধরনের চলচ্চিত্র প্রদর্শনের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, এ ধরণের কোন কাজ করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

জামিয়া মিল্লিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাজমা আক্তার বলেন, ক্যাম্পাসে শান্তি বিঘ্নিত করার জন্য প্রশাসন প্রয়োজনে শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

উল্লেখ্য, বিবিসির এই ডকুমেন্টারিটি ২০০২ সালের গুজরাট দাঙ্গার সময় সেই রাজ্যেটির মুখ্যমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।

সূত্র: মুসলিম মিরর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img