বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

মানববিহীন সাবমেরিন তৈরি করার পরিকল্পনা করেছে তুরস্ক

তুরস্কের প্রতিরক্ষা সংস্থা এসটিএম মনুষবিহীন সাবমেরিন তৈরির একটি নতুন লক্ষ্যে পৌঁছানোর পরিকল্পনা করেছে।

আনাদোলু নিউজ এজেন্সি থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ বিষয়টি জানানো হয়েছে।

তুরস্কের প্রতিরক্ষা সংস্থার মহাব্যবস্থাপক ওজগুর গুলেরিউজ আনাদোলু এজেন্সিকে বলেছেন, তুরস্ক সাবমেরিন উন্নয়নের মাধ্যমে আন্তর্জাতিক রাজনীতিতে এক শক্তিশালী খেলোয়াড় হয়ে ওঠার লক্ষ্যে প্রস্তুত হচ্ছে। এই লক্ষ্যে পৌঁছানোর অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় মানবহীন সাবমেরিন তৈরি করা।

উল্লেখ্য, গতবছরের মার্চে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছিলেন, “এ বছর থেকে শুরু করে আমরা প্রতিবছর একটি করে নতুন সাবমেরিন তৈরি করব। ২০২৭ সালের মধ্যে ৬টি নতুন সাবমেরিন আমাদের নৌবাহিনীতে সংযুক্ত করব।”

সূত্র: মিডিল ইস্ট মনিটর
spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img