বৃহস্পতিবার, মে ২, ২০২৪

নেদারল্যান্ডে পবিত্র কুরআন অবমাননার তীব্র নিন্দা জানিয়েছে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়

নেদারল্যান্ডসের হেগ শহরের সংসদ ভবনের সামনে উগ্রপন্থী নেতা এডউইন ওয়াগেনসফেল্ড কর্তৃক কুরআন অবমাননার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান।

গতকাল বুধবার (২৫ জানুয়ারি) আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ নিন্দা করা হয়েছে।

বিবৃতিতে ডাচ সরকারকে এ বর্বরোচিত কর্মকাণ্ডের সাথে জড়িত ইসলাম বিদ্বেষী উগ্রপন্থী নেতার শাস্তির দাবি করা হয়েছে। এছাড়াও মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থের প্রতি অবমাননা ও ঘৃণার বিস্তার রোধ করার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য; গত সোমবার (২২ জানুয়ারি) সংসদ ভবনের সামনে এডউইন ওয়াগেনসফেল্ড পবিত্র কুরআনের উপরে পা দিয়ে দাঁড়ান। তার কিছুক্ষণ পর তিনি এর কিছু পৃষ্ঠা ছিড়তে থাকেন। অতঃপর একটি ফ্রাইং প্যানের মধ্যে পবিত্র কুরআন ও পাতাগুলি রেখে আগুন ধরিয়ে দেন।

সূত্র: বাখতার নিউজ এজেন্সি
spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img