দীর্ঘ এক বছর কারাভোগের পর মুক্তি পেয়েছেন ইসলামিক বক্তা মুফতী কাজী মুহাম্মাদ ইবরাহিম।
সোমবার (১৬ জানুয়ারি) ঢাকার সাইবার ট্রাইব্যুনালে তিনি তার ‘দোষ’ স্বীকার করে ক্ষমা চাওয়ায় আদালত তাকে মুক্তি প্রদান করেন।
উল্লেখ্য; ২০২১ সালের ২৮ সেপ্টেম্বর রাজধানীর লালমাটিয়ার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। সেই থেকে তিনি কারাগারে ছিলেন। চলতি বছরের ১৬ জানুয়ারি পর্যন্ত তার এক বছর তিন মাস ১৯ দিনের কারাবাস হয়। যা দণ্ড হিসাবে প্রদান করেন আদালত।