বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

কিছু দেশ সন্ত্রাসীদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে: এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, ন্যাটো, ইউরোপীয় ইউনিয়ন বা জাতিসংঘের সঙ্গে থাকা কিছু দেশ তুরস্কের বিচার থেকে পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে।

তিনি বলেন, পিকেকে সন্ত্রাসীগোষ্ঠীর সদস্যরা, যাদের রেড নোটিশ দিয়ে চাওয়া হয়েছে, কিন্তু তারা তাদের ফেরত দেয়নি। তারা ইউরোপের বিভিন্ন দেশে তুরস্কের বিরুদ্ধে বিক্ষোভ সংগঠিত করতে পারে এবং তুর্কি নাগরিক ও প্রতিনিধিদের ওপর হামলা চালাতে পারে।

বুধবার (১২ জানুয়ারি) আন্তর্জাতিক ন্যায়পাল সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এরদোগান বলেন, যেমনটি জানা গেছে, এফইটিওয়ের প্রধান নেতা, যিনি আমাদের ২৫২ নাগরিককে গত বছর ১৫ জুলাই হত্যা করেছিলেন এবং আমাদের পার্লামেন্ট এবং প্রেসিডেন্ট ভবনে বোমা হামলা চালিয়েছিলেন। যুক্তরাষ্ট্র এসব সন্ত্রাসী সংগঠনের তদারকি চালিয়ে যাচ্ছেন।

সূত্র: ইয়েনি শাফাক
spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img