শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

৪৫ দেশ নিয়ে পাকিস্তানের নৌ মহড়া শুরু

বিশ্বের ৪৫টি দেশের নৌবাহিনীর অংশগ্রহণে বিশাল নৌ মহড়া শুরু হয়েছে বৃহস্পতিবার।

আরব সাগরে এই নৌ মহড়ার আয়োজন করেছে পাকিস্তান।

৬ দিনের এই নৌ মহড়াকে পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে দারুণ তাৎপর্যপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে।

তুর্কি সংবাদ সংস্থা আনাদোলুর বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, ‘আমান-২০২১’ শীর্ষক এ নৌ মহড়ায় অংশ নেওয়া দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, তুরস্ক রয়েছে। এই মহড়া শেষ হবে ১৬ ফেব্রুয়ারি।

‘শান্তির জন্য একসঙ্গে’ শীর্ষক স্লোগানে আয়োজিত এ মহড়া প্রসঙ্গে পাকিস্তানের নৌবাহিনী বলেছে, জলদস্যু, সন্ত্রাসসহ অন্যান্য অপরাধ রুখতে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এ মহড়ার লক্ষ্য।

ইসলামাবাদভিত্তিক নিরাপত্তা বিশ্লেষক ও পাকিস্তানের সাবেক লেফটেন্যান্ট জেনারেল তালাত মাসুদ মস্কো ও বেইজিংয়ের সঙ্গে উত্তেজনা প্রসঙ্গে বলেন, বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় প্রতিদ্বন্দ্বীসহ ৪৫টি দেশকে একসঙ্গে আনার বিষয়টি উল্লেখযোগ্য। এ ছাড়া দ্বিবার্ষিক এ মহড়ায় রাশিয়া ও ন্যাটোর সদস্যদের সামরিকভাবে যুক্ত হওয়ার সুযোগ সৃষ্টি করে।

সূত্র: সাউথএশিয়ানমনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img