বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

তুরস্ককে একটি বিশ্বশক্তিধর দেশ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, “গত দুই দশকে আমরা যা করেছি তা তুরস্কের জনগণ দেখেছে। আমরা একটি বিশ্বশক্তি হতে চাই এবং আমাদের জনগণও এটাই চায়।”

গত বুধবার (১ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় গণমাধ্যম টিআরটি কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকারে তিনি বিরোধীদলের বক্তব্য খারিজ করে দিয়ে বলেছেন, আসন্ন নির্বাচনে তার প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার পথে কোনো আইনি বাধা নেই।

তিনি বলেন, তার প্রশাসন তুরস্কেকে বিশ্বশক্তিতে পরিণত করার জন্য ব্যাপক অবকাঠামোগত বিনিয়োগ করছে।

তিনি আরো বলেন, “তুরস্কের শতবর্ষ হল সেই সময়ের নাম যখন তুরস্ক বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশগুলির মধ্যে একটি হয়ে উঠবে।”

এরদোগান বলেন, “রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা তুরস্ককে আরও স্থিতিশীল দেশে পরিণত করেছে।”

উল্লেখ্য; তুরস্কে আগামী ১৪ মে পার্লামেন্ট ও প্রেসিডেন্ট নির্বাচন হবে বলে ঘোষণা দিয়েছেন এরদোগান। তার শাসনামল অর্থনৈতিক উত্থান, বিশাল উন্নয়ন প্রকল্পের পাশাপাশি প্রতিবেশীদের সঙ্গে বিরোধ, যুদ্ধ ও একটি ব্যর্থ অভ্যুত্থান দেখেছে তুরস্কের জনগণ।

সূত্র: টিআরটি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img