বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

আফগানিস্তানে একটি বাণিজ্য কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করছে ইরান

তালেবানের নেতৃত্বাধীন আফগানিস্তান সরকারের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা কয়েকটি দেশের মধ্যে ইরান অন্যতম। কয়েক দশক ধরে আফগানিস্তানের সাথে প্রধান বাণিজ্যিক অংশীদার হিসেবে কাজ করছে এ দেশটি। এবার আফগানিস্তানে একটি বাণিজ্য কেন্দ্র প্রতিষ্ঠা করার ইচ্ছা প্রকাশ করেছে তেহরান।

গত মঙ্গলবার (৩১ জানুয়ারি) ইরানের সহকারি খনি ও বাণিজ্য মন্ত্রী সাইয়েদ মুহাম্মাদ মুসাভি এ ঘোষণা দিয়েছেন।

মুসাভি বলেন, “তেহরান আফগানিস্তানে বিনিয়োগ ও দেশের টেকসই প্রবৃদ্ধিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে ইচ্ছুক।”

তিনি আরো বলেন, “আমরা আফগানিস্তানকে প্রযুক্তি ও অবকাঠামোগত নির্মাণের মাধ্যমে উন্নয়নের দিকে নিয়ে যেতে চাই।”

মুসাভি বলেন, ইরান চিকিৎসা সরঞ্জামের জন্য আফগানিস্তানের চাহিদা পূরণ করতে পারে পাশাপাশি এই ক্ষেত্রে আফগান জনগণকে প্রশিক্ষণ দিতে পারে।

উল্লেখ্য; ইরান ও আফগানিস্তান দুইটি প্রতিবেশী দেশ যাদের মধ্যে সংস্কৃতি থেকে শুরু করে খাদ্য, জীবনধারাসহ আরও অনেক কিছুর মিল রয়েছে। ২০২২ সালে ইরান থেকে আফগানিস্তানের আমদানির পরিমাণ ১ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে।

সূত্র: এমএনএ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img