শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

বড়দিনে গির্জাগুলোতে চার স্তরের নিরাপত্তা

অতিরিক্ত সতর্কতা হিসেবে রাজধানীর গির্জাগুলোতে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

বৃহস্পতিবার সন্ধ্যায় কাকরাইলের সেন্ট মেরিস ক্যাথেড্রাল চার্চ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বড়দিনে নিরাপত্তা সংক্রান্ত কোনো হুমকি নেই জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, উগ্রবাদীদের কেন্দ্রীয় অর্গানাইজেশন থেকে স্থানীয়ভাবে আক্রমণের আহ্বান জানিয়েছে। এ ধরনের প্রচারণা তারা চালিয়ে থাকে। তবে তাদের আহ্বানে সাড়া দিয়ে দেশে উগ্রবাদীরা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে এমন কোনো তথ্য নেই। রাজধানীতে ৬৬টি গির্জায় এবার বড়দিনের উৎসব আয়োজন করা হয়েছে। গির্জাগুলোতে আমরা চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি।

নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন কাকরাইলের সেন্ট মেরিস ক্যাথেড্রাল গির্জার ফাদার বিমল ফ্রান্সিস গোমেজ।

তিনি বলেন, আমরা সন্তুষ্ট। করোনা পরিস্থিতির কারণে অনুষ্ঠান আয়োজনে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। বাইরের আলোকসজ্জা করা হয়নি। প্রার্থনায় জোর দেওয়া হচ্ছে। দেশ ও বিশ্বের মানুষদের করোনার মতো মহামারি থেকে সুস্থ রাখার জন্য বিশেষ প্রার্থনা করা হবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img