বুধবার, এপ্রিল ১৭, ২০২৪

পশ্চিম তীরে হামলা চালিয়ে আরও ৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের জেনিন নগরী সীমানায় হামলা চালিয়ে আরও ৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) এ হামলা করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আজ ভোরে জেনিনে ইসরাইলী বাহিনীর আগ্রাসন চলাকালে তাদের বন্দুক হামলায় তিনজন নিহত হয়।

এ বছর পশ্চিম তীর, ইসরাইল ও সঙ্ঘাতপূর্ণ জেরুজালেম নগরীতে সহিংসতা বেড়ে যেতে দেখা যাচ্ছে। এর ফলে চলতি বছরের এখন পর্যন্ত কমপক্ষে ১৫০ ফিলিস্তিনি ও ২৬ ইসরাইলি নাগরিক নিহত হয়েছে। এদের মধ্যে ৪০ জনেরও বেশি ফিলিস্তিনি নাগরিক ইসরাইলি বাহিনীর সাথে সংঘর্ষ চলাকালে জেনিনে প্রাণ হারায়। আবার তাদের মধ্যে ১২ বছর বয়সের শিশু ও ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন সাংবাদিক আবু আকলে রয়েছেন।

সূত্র : এএফপি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img