শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

হজ্ব করাই কি তবে মৃত্যুর কারণ হলো উইঘুর নেতা ওমরের!

ওমর হুসাইন। একজন উইঘুর ধর্ম প্রচারক। যাকে হজ্ব পালন করতে যাওয়ার কারণে চীনের সুদূর পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং অঞ্চলে পাঁচ বছরের কারাদন্ড দেয়া হয়।

আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রেডিও ফ্রি এশিয়ার এক প্রতিবেদনে স্থানীয় এক পুলিশ কর্মকর্তার বরাতে জানানো হয়েছে, ওমর হুসাইন ফেব্রুয়ারি মাসে ‘লিভার ক্যান্সারে’ আক্রান্ত হয়ে কারাগারেই মারা গিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ওমর হুসাইন শিনজিয়াং এর দ্বিতীয় বৃহত্তম শহর কোরলার কারায়ুলঘুন মসজিদের প্রাক্তন খতিব ছিলেন।

২০১৫ সালে পবিত্র নগরী মক্কায় তিনি হজ্ব পালন করতে যান। এই হজ্ব যাত্রার কারণে ২০১৭ সালে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে বিচারের মুখোমুখি দাঁড় করানো হয়। আদালত তাকে ৫ বছরের কারাদন্ড দেয়।

শুধু তাই নয়, ২০১৭ সালে ধর্মীয় কার্যকলাপে অংশ নেওয়ার জন্য হুসাইনের তিন ভাইকেও আটক করে কারাগারে প্রেরণ করা হয়। যার মধ্যে একজন ১২ বছরের সাজা ভোগ করা অবস্থায় কারাগারেই মৃত্যুবরণ করে।

জেলা পুলিশের একজন সদস্য রেডিও ফ্রি এশিয়াকে জানায়, হুসাইন জেলা কারাগারে সাজা ভোগ করা অবস্থায় চলতি বছরের ২ ফেব্রুয়ারি মারা গেছেন।

তিনি বলেন, “হুসাইন সম্পূর্ণ সুস্থ ছিলেন। পরবর্তীতে আমরা জানতে পারি তিনি কারাগারের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লিভার ক্যান্সারে মারা গেছেন।”

নাম প্রকাশে অনিচ্ছুক (নিরাপত্তা জনিত কারণে) কোরলার এক বাসিন্দা রেডিও ফ্রি এশিয়াকে জানান, হুসাইনকে ২০১৭ সালে “পুনঃশিক্ষার” জন্য আটক করা হয়েছিল।

তিনি আরো জানান, শহরের কারাগারের ভিতরে অতিরিক্ত শ্রম, নিম্নমানের খাবার, দীর্ঘ রাজনৈতিক অধ্যয়ন সেশন ও বিরতিহীন জিজ্ঞাসাবাদের কারণে বন্দিদের স্বাস্থ্যের অবনতি হচ্ছে দিন দিন।

মাহমুদ ময়দুন নামক একজন প্রাক্তন উইঘুর বন্দী যিনি কোরলার অন্য একটি কারাগার থেকে পালিয়ে বর্তমানে আত্মগোপনে রয়েছেন। তিনি জানান, “আটক কেন্দ্রগুলির অবস্থার অবনতির কারনে গত দুই বছরে প্রচারক সহ আরও বন্দী মারা গেছে।”

উল্লেখ্য, চীনা কর্তৃপক্ষ শিনজিয়াং প্রদেশের বন্দিশিবির ও কারাগারে অন্তত ১০ লাখ উইঘুর ও অন্যান্য সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর জনগণকে আটকে রেখে নির্যাতন চালিয়ে যাচ্ছে।

চীনের কমিউনিস্ট পার্টির যুক্তি ‘চরমপন্থা’ মোকাবিলায় তাঁদের কারিগরি দক্ষতা বৃদ্ধি করতে এসব শিবিরে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

তবে সম্প্রতি নির্যাতনের ঘটনার ওপর হাজার হাজার ছবি ও সরকারি গোপন নথি ফাঁস হয়েছে। এসব ছবি ও নথিপত্র নির্যাতনের সত্যতাকেই যেন বিশ্ববাসীর সামনে পুনরায় তুলে ধরেছে। তবে এত প্রমাণ থাকা সত্ত্বেও বেইজিং সরকার বারাবর এ অভিযোগ অস্বীকার করে আসছে। ।

সূত্র: আরএফএ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img