অধিকৃত পূর্ব জেরুসালেমে ১৪ বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করল ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনী।
বুধবার শহরের একটি রেলস্টেশনে এই হত্যাকাণ্ড চালায় দখলদার বাহিনী।
ইসরাইলী বাহিনীর দাবি, পূর্ব জেরুসালেমের শিবতেই ইসরাইল লাইট রেল স্টেশনের কাছে ছুরি হাতে এক সন্দেহভাজন সন্ত্রাসী হামলা করেছে। তাকে ঘটনাস্থলেই গুলি করা হয়।
অধিকৃত পূর্ব জেরুজালেমের একটি ফিলিস্তিনি পাড়ার বাসিন্দা বলে কিশোরকে চিহ্নিত করা হলেও সে তখন সশস্ত্র ছিল কিনা তা স্পষ্ট নয়।
এদিকে নাবলুসে বিস্ফোরণে এক ইসরাইলী বাহিনীর কর্মকর্তাসহ তিন সদস্য আহত হয়েছে বলে দাবি করছে তেল আবিব। আহতদের চিকিৎসার জন্য কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে একজনের আঘাত কিছুটা গুরুতর। বাকি দুজনের আঘাত সামান্য।
সূত্র: এবিসি নিউজ