মাহবুবুল মান্নান
কক্সবাজার জেলার চকরিয়ায় সেফটি ট্যাংকি দূর্ঘটনায় একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার(৯ আগষ্ট)বিকেলে চকরিয়া উপজেলার বি.এম.চর ইউনিয়নের বহদ্দারকাটা গ্রামে এই দূর্ঘটনা ঘটে।
শাহাদাত হোসেন (৫০), শহিদুল ইসলাম (২২) ও তাদের বাবা জনাব আনোয়ার হোসেন( ৮০) এই দূর্ঘটনায় ইন্তেকাল করেন।
জানা গেছে, বন্যার পানিতে বাথরুমের লাইন বন্ধ হয়ে যাওয়াতে তা ক্লিয়ার করতে সেফটি ট্যাংকিতে নামেন বড়ভাই মাওলানা শাহাদাত হোসেন তাঁর কোন সাড়াশব্দ না পেয়ে ছোটভাই শহিদুল ইসলাম নামেন তাকে দেখতে। দুই ছেলের কেউ ফিরে না আসায় সর্বশেষ তাদের উদ্ধারে ট্যাংকিতে নামেন বৃদ্ধ পিতা আনোয়ার হোসেন। এভাবে একে একে তিনটি তাজা প্রাণ নিস্তেজ হয়ে পড়ে সেফটি ট্যাংকির বিষাক্ত গ্যাসে।
একই পরিবারের তিনজনকে হারিয়ে পরিবারের সবাই বাকরুদ্ধ ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।