শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশি জেলেকে পিটিয়ে ফেরত দিলো মিয়ানমার

কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে ধরে নিয়ে যাওয়া চারটি ট্রলারসহ ২০ বাংলাদেশি জেলেকে মারধর করে ফেরত দিয়েছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফনদী এলাকা থেকে তারা ফিরে আসেন। এর আগের দিন তাদের অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায় বিজিপি।

এ বিষয়টি নিশ্চিত করে সাবরাং ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য নুরুল আমিন বলেন, ধরে নিয়ে যাওয়া ২০ জেলেকে বিজিপি ফেরত দিয়েছে। এর আগে তাদের মাছ শিকাররত অবস্থায় ধরে নিয়ে যায় তারা।

শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া ঘাটের সাধারণ সম্পাদক আব্দুল গফুর বলেন, মিয়ানমারের নৌ বাহিনী ধরে নিয়ে যাওয়া ৪টি ট্রলারসহ ২০ জন জেলে সন্ধ্যা ৭টায় টেকনাফের শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া ঘাটে ফিরে আসে।

তাদের শরীরে আঘাতের চিহ্ন ছিল। পরে তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে নিজ নিজ বাড়িতে পৌঁছে দেয়া হয়েছে। ২০ জন জেলেই টেকনাফের শাহপরীর দ্বীপের স্থানীয় বাসিন্দা। তারা বঙ্গোপসাগরের সেন্টমার্টিনে উপকূলে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img