শনিবার, এপ্রিল ২০, ২০২৪

ফিলিস্তিনের গাজায় ৫৮১ জন হাফেজকে সংবর্ধনা

ফিলিস্তিনের গাজায় ৫৮১ জন কুরআনের হাফেজকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গাজা-ভিত্তিক ফিলিস্তিনি এনজিও ‘দার আল কুরআন আল কারিম ওয়া সুন্নাহ’ এই সংবর্ধনার আয়োজন করে।

সংবর্ধনায় সরকারী কর্মকর্তা, ফিলিস্তিনের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও আয়োজক সংগঠনের প্রতিনিধি সহ হাজারো অতিথি এতে উপস্থিত ছিলেন।

আয়োজক সংগঠন দার আল কুরআন আল কারিম ওয়া সুন্নাহ প্রধান বিলাল ইমাদ বলেন, “আজ আমরা গাজা উপত্যকার ৫৮১ জন আল্লাহর কুরআন তিলাওয়াতকারী হাফেজদের সংবর্ধনা দিয়েছি।”

ফিলিস্তিনি সংসদ সদস্য ও দার আল কুরআন আল কারীম ওয়া সুন্নাহ এর বোর্ড অফ ট্রাস্টির প্রধান ড. আব্দুর রহমান আল-জামাল সংবর্ধনার আয়োজনকে স্বাগত জানিয়ে বলেন, “গাজার জনগণ পবিত্র কুরআনকে ধারণ করে জীবনযাপন করছে।”

দার আল কুরআন আল কারীম ওয়া সুন্নাহ ১৯৯২ সালে পবিত্র কুরআনের হাফেজদের পৃষ্ঠপোষকতার জন্য প্রতিষ্ঠিত হয়েছিলো।

সূত্র : মিডল ইস্ট মনিটর
spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img