শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

বাংলার নামে বদনাম করলে আমার খুব রাগ হয় : মমতা

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে নিশানা করে বলেছেন, বাংলার নামে বদনাম করলে আমার খুব রাগ হয়।

আজ রোববার (২৫ সেপ্টেম্বর) তৃণমূলের দলীয় মুখপত্র ‘জাগো বাংলা’র উৎসব সংস্করণের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময়ে ওই মন্তব্য করেন।

মমতা বলেন, তৃণমূল দেখলেই হল, ‘জাগো বাংলা’ দেখলেই হল, আমাদের সবাই খারাপ, আর ওরা একা ভালো! একসময়ে তো আমি দিল্লিতে গিয়ে লজ্জাবোধ করতাম। বাংলার নামে শুধু বদনাম করা একদল লোকের কাজ। আর বাংলার নামে বদনাম করলে আমার খুব রাগ হয়। এই মাটির নামে বদনাম করলে রাগ হয়। এই মাটির কারও অসম্মান করলে রাগ হয়। তা সে রাজনৈতিক দলই হোক, অথবা যে যেখানে থাকুন না কেন।

মমতা বলেন, আমাদের সংস্কৃতি হল মাথা উঁচু করে চলা, গর্ব করে চলার সংস্কৃতি। বাইরে থেকে ধার নেওয়া কিছু লোক কিছু ডিজিটাল টাকা দিয়ে তৈরি করেছে তারা সোশ্যাল নেটওয়ার্কের নামে উল্টোপাল্টা বলা হচ্ছে। যারা সকাল থেকে রাত পর্যন্ত এ কাজ করছেন, তারা যদি বাংলায় কী কী উন্নয়ন হয়েছে, কী কী ভালো কাজ আছে, ভালো জিনিস আছে, সেগুলোর দিকে দৃষ্টি দিলে তাতে বাংলার আরও বেশি উন্নয়ন শোভা পেত সারা ভারত ও সারা পৃথিবীজুড়ে। এ সময়ে তিনি দিল্লির কেন্দ্রীয় বিজেপি সরকার সম্পর্কে কটাক্ষ করে বলেন, ‘যারা দিল্লিতে বসে আছে, ওটা ‘দিল্লি কা লাড্ডু, জো খায়া ওভি পস্তায়া, জো নেহি খায়া ওভি পস্তায়া’।

এ প্রসঙ্গে আজ সিপিএম নেতা সুজন চক্রবর্তী মমতাকে কটাক্ষ করে বলেন, ‘উনি পস্তেছেন কী না জানি না, তবে উনি দিল্লির লাড্ডু খেয়েছেন, বিজেপির লাড্ডু খেয়েছেন। মোদিজী দিয়েছিলেন, উনি বিজেপির লাড্ডু খেয়েছেন। এখনও বিজেপির লাড্ডুতে উনার আগ্রহ আছে। এটা সবাই বুঝতে পারছে’ বলেও মন্তব্য করেন সুজন চক্রবর্তী।

সূত্র: পার্সটুডে

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img