বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা মামলার আসামি জাকারিয়ার মৃত্যু

কক্সবাজারে আলোচিত রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা মামলার অন্যতম আসামি মোহাম্মদ জাকারিয়া (৫৩) মারা গেছেন।

গত শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মোহাম্মদ জাকারিয়া উখিয়ার কুতুপালংয়ের ক্যাম্প-১ ইস্টের মৃত আব্দুল করিমের ছেলে।

গত ৬ মার্চ জাকারিয়াকে কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছিল। ২৪ জুলাই অসুস্থতাবোধ করলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে হস্তান্তর করা হয়। গত ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চট্টগ্রাম কারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে ১৬ সেপ্টেম্বর রাত ৯টা ৪০ মিনিটে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টায় তিনি মারা গেছেন।

প্রসঙ্গত, ২০২১ সালের ২৯ সেপ্টেম্বর রাতে উখিয়ার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের আরকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস (এআরএসপিএইচ) সংগঠনের কার্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত হন মুহিবুল্লাহ। তিনি ওই সংগঠনের চেয়ারম্যান ছিলেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img