বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

সুয়েজ খালে জাহাজ চলাচলের ট্রানজিট ফি বাড়ানোর ঘোষণা দিয়েছে মিশর

বৈদেশিক মুদ্রা উপার্জনের প্রধান উৎস সুয়েজ খালে জাহাজ চলাচলের ট্রানজিট ফি বাড়ানোর ঘোষণা দিয়েছে মিশর।

জলযানের ধরন হিসেবে খরচের হার ১০ থেকে ১৫ শতাংশ বাড়ছে। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে বর্ধিত ফি কার্যকর হবে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) এক বিশেষ বিবৃতিতে সুয়েজ খাল কর্তৃপক্ষ জানায়, তেল ও পেট্রোলিয়াম পরিবহনকারী জাহাজের জন্য ১৫ শতাংশ এবং অন্যান্য কার্গো ও ক্রুজ শিপের জন্য ১০ শতাংশ হারে ফি বাড়ানো হচ্ছে।

বৈশ্বিক মুদ্রস্ফীতির ফলে জলপথে চলাচল এবং সেবা সংক্রান্ত খরচ বেড়ে গেছে। এ জন্য ট্রানজিট ফি বাড়ানোকে অবশ্যম্ভাবী বলে দাবি করেছেন কর্তৃপক্ষের প্রধান ওসামা রাবি।

বর্তমানে অর্থনৈতিক মন্দা অতিক্রম করছে মিশর। খাদ্য ও জ্বালানির মতো নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে বৈদেশিক মুদ্রা সংস্থানে নানা উদ্যোগ নিচ্ছে দেশটি।

সূত্র : রয়টার্স
spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img