বিশ্বের সর্বমোট ইহুদি জনগোষ্ঠীর সংখ্যা ১৫.৭ মিলিয়নে ( ১ কোটি ৫৭ লাখ) পৌঁছেছে বলে জানিয়েছে ইসরাইল ভিত্তিক জিউস এজেন্সি।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) একটি ঘোষণায় ইহুদিদের নতুন বৎসর উপলক্ষে এ বিষয়টি নিশ্চিত করেছে তারা।
টাইমস অব ইসরাইল পত্রিকায় বলা হয়েছে, বর্তমানে ইসরাইলে প্রায় ৭.২ মিলিয়ন (৭২ লাখ) ইহুদি বসবাস করছে যা মোট জনসংখ্যার ৪৬ শতাংশ। এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছে আমেরিকা। যেখানে ৬.৩ মিলিয়ন ইহুদি বসবাস করে।
পরবর্তী বৃহত্তম ইহুদি বসবাসকারী ১০ টি দেশের তালিকায় রয়েছে ফ্রান্স (৪ লাখ ৪০ হাজার), কানাডা (৩ লাখ ৯৮ হাজার), ব্রিটেন (৩ লাখ ১২ হাজার) ,আর্জেন্টিনা (১ লাখ ৭১ হাজার), রাশিয়া (১ লাখ ৩২ হাজার), জার্মানি (১ লাখ ২৫ হাজার), অস্ট্রেলিয়া (১ লাখ ১৭ হাজার) ও ব্রাজিল (৯০ হাজার)।
পরিসংখ্যানটি দেখাচ্ছে যে প্রায় ২৭ হাজার ইহুদি সংখ্যাগরিষ্ঠ মুসলিম প্রধান দেশগুলোতে বসবাস করে।
যার মধ্যে তুরস্কে ১৪ হাজার ২০০, ইরানে ৯ হাজার ১০০, মরক্কো ২ হাজার ১০০ তিউনিশিয়ায় ১ হাজার ও
সংযুক্ত আরব আমিরাতে ৫০০ জন।
উল্লেখ্য; পরিসংখ্যান অনুযায়ী বিশ্বব্যাপী ইহুদি জনসংখ্যা প্রায় ১ লাখ বৃদ্ধি পেয়েছে।
সূত্র: দি টাইমস অব ইসরাইল