সোমবার, অক্টোবর ২, ২০২৩

নির্বাচন ছাড়া বিএনপির রক্ষা পাওয়ার উপায় নেই : নানক

নির্বাচন ছাড়া বিএনপির রক্ষা পাওয়ার আর কোনো উপায় নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

তিনি বলেন, আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গণতন্ত্র বিশ্বাস করে। সেই গণতন্ত্রে যেকোনো রোড মার্চ তারা (বিএনপি) করতে পারে। আমি দোয়া করি, যেন তাদের রোড মার্চ শান্তিপূর্ণ থাকে। তারা এই রোড মার্চ করতে করতে যেন বাংলাদেশের মানুষ নির্বাচন করে ফেলে। তাদের যা যা করণীয় সব শান্তিপূর্ণভাবে করুক। বিএনপি নির্বাচনের পথে এলে অভিনন্দন জানাব। নির্বাচন ছাড়া বিএনপির রক্ষা পাওয়ার কিংবা নিজেকে রক্ষা করার আর কোনো উপায় নেই।

আজ রোববার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর মোহাম্মদপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কৃষি মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের সামনে জাহাঙ্গীর কবির নানক এ বক্তব্য দেন।

নানক বলেন, সরকারের তদন্ত কমিটির পাশাপাশি আপনারা একটি ছোট তদন্ত কমিটি করবেন। কীভাবে আগুন লেগেছে, সেটি বের করবেন।

মার্কেটের ব্যবসায়ীদের উদ্দেশে জাহাঙ্গীর কবির তিনি বলেন, যার যেখানে দোকান ছিল সেখানেই তাকে বরাদ্দ দিতে হবে। এখানে আমরা আকাশ কুসুম কল্পনা করতে চাই না। ছয় তলা, নয় তলা, ১৪তলা মার্কেট কবে হবে, এই ভরসার জোরে মানুষগুলো অনিশ্চয়তায় থাকতে পারে না। দোকান মালিক, দোকানদাররা যা চাইবেন, তাই হবে। এর বাইরে কিছু হবে না। আমরা এর বাইরে কিছু করতে দেব না।

নানক আরও বলেন, মার্কেটটা হলো নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের। সেই প্রাণের মার্কেটটি পুড়ে গেছে, আমাদের হৃদয় পুড়ে গেছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img