শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

ছুটিতে বাড়িতে এসে পুলিশ সদস্যের আত্মহত্যা

নীলফামারীর জলঢাকায় ছুটিতে বাড়িতে গিয়ে আব্দুর রউফ (২৫) নামের এক পুলিশ সদস্য আত্মহত্যা করেছেন।

রোববার (২৭ নভেম্বর) সকালে উপজেলার কৈমারী ইউনিয়নের দিঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। তিনি খাগড়াছড়িতে বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তার বিরুদ্ধে স্ত্রী রুপালী বেগমের করা নারী ও শিশু নির্যাতন মামলা ছিল।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ১২ নভেম্বর ১৫ দিনের ছুটিতে বাড়ি যান আব্দুর রউফ। পারিবারিক কলহের জেরে স্ত্রীর দায়ের করা মামলার হাজিরার তারিখ ছিল আজ রোববার। গত রাতে সবার সঙ্গে খেয়ে ঘুমিয়েছিলেন রউফ। তবে সকালে ঘুম থেকে ওঠার জন্য ডাকাডাকি করলে কোনো সাড়া পাইনি বাবা-মা। সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান। এ সময় তার হাতে ‘স্ত্রীর করা মামলা জন্য আত্মহত্যা করেছেন’ এমন একটি চিরকুট পাওয়া গেছে।

বিষয়টি নিশ্চিত করে জলঢাকা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবীর বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। রিপোর্ট আসলে ঘটনা বোঝা যাবে। পারিবারিক কলহের জেরে তাদের একটি মামলা চলমান। এ ঘটনায় পরিবার মামলা দিলে আমরা মামলা নেব।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img