শুক্রবার, ডিসেম্বর ৮, ২০২৩

হামাসকে ধ্বংস ও তাদের হাত থেকে বন্দীদের ছিনিয়ে আনা অসম্ভব: ইসরাইলি সাবেক কর্মকর্তা

গত ৭ অক্টোবরে হামাসের হামলার বিপরীতে গাজ্জা উপত্যাকায় যুদ্ধ শুরু করে ইহুদীবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। যার অন্যতম উদ্দেশ্য হামাসকে ধ্বংস ও তার কাছে থাকা জিম্মিদের উদ্ধার করা।

তবে তাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানো অসম্ভব বলে জানিয়েছেন ইসরাইলি সরকারের সাথে সংযুক্ত বিশেষজ্ঞ ও সাবেক কর্মকর্তারা।

ইসরাইলি সেনাবাহিনীর সাথে যুক্ত গণমাধ্যম কর্মী রাজি বাইকারের বলেন, “একই সময়ে হামাসকে পুরোপুরি ধ্বংস ও জিম্মিদের উদ্ধার করা সম্ভব নয়।”

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ও জাতীয় নিরাপত্তা পরিষদের সাবেক প্রধান জিওরা আইল্যান্ড বলেন, “একটি সংগঠন হিসেবে হামাস ভেঙে যায়নি, এটা শুধুমাত্র এ কারণেই নয় যে তাদের নেতারা এখনো নেতৃত্ব দিচ্ছেন, বরং এর কাঙ্খিত লক্ষ্য খুব সহজ: তা হল সংগ্রামে অব্যাহত প্রচেষ্টা ও অটল থাকা।”

তিনি আরো বলেন, “হামাস চাইবে তার লক্ষ্যে অটল ও বন্দিদের যতদিন পারা যায় ধরে রাখতে, কারণ তাদের ধারণা, আন্তর্জাতিক চাপ বা অন্য যে কোন কারণে এ যুদ্ধ বন্ধ করতে বাধ্য হবে ইসরাইল। অতএব বলা যায় এই যুদ্ধ বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে।”

ইসরায়েলের চ্যানেল ১৩-এর আরব বিষয়ক সংবাদদাতা জেভি ইয়েহেজকেলির মতে, হামাস মুশকিলে নেই।

ইসরাইলি কর্মকর্তাদের উদ্দেশ্য করে তিনি বলেন, “এবং আপনি আল-শিফা মেডিকেল হাসপাতালের নিচে হামাসের সিনিয়র নেতাদের খুঁজে পাবেন না।”

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img