গাজ্জা উপত্যকায় ইহুদীবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধ আশেপাশের অঞ্চলে ছড়িয়ে পড়ুক তা চায় না ইরান বলে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান। তবে এ যুদ্ধ ইতিমধ্যে প্রসারিত হতে শুরু করেছে বলে দাবি করেছেন তিনি। আর এজন্য তিনি ইসরাইল ও তার মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক গৃহীত পদক্ষেপকেই দায়ী করেছেন।
সুইজারল্যান্ডের জেনেভায় ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন আবদুল্লাহিয়ান।
তিনি বলেন, “আনুষ্ঠানিক বিবৃতি জারি করে ইসরাইলের উপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করেছে ইয়েমেনের সেনাবাহিনী। যার অর্থ হলো যুদ্ধ ইতিমধ্যে প্রসারিত হতে শুরু করেছে। পাশাপাশি হিজবুল্লাহ ও ইসরাইলি সেনাবাহিনীর এক তৃতীয়াংশের লড়াইও এটি প্রমাণ করছে যে যুদ্ধ প্রসারিত হয়েছে।”
তিনি আরো বলেন, যুদ্ধের প্রথম সপ্তাহে একটি কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ইরানের সাথে যোগাযোগ করে মার্কিন যুক্তরাষ্ট্র। যেখানে গাজার যুদ্ধ অন্যত্র ছড়িয়ে পড়ুক সেটা চায় না ওয়াশিংটন বলে জানায় মার্কিন কর্মকর্তারা। এর বিপরীতে ইরানকে ধৈর্যধারণের আহ্বান জানানো হয়েছিলো। একই বার্তা প্রদান করা হয়েছিল লেবাননের হিজবুল্লাহ সংগঠনকেও।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে যুদ্ধ ছড়িয়ে না পড়ুক। অন্যদিকে, তেল আবিবের প্রতি লাগামহীন সমর্থন জানাচ্ছে ওয়াশিংটন। সব ধরনের সামরিক সরঞ্জাম ও অস্ত্র সরবরাহ করে যুদ্ধকে বাড়িয়ে তুলছে। আর তাদের এমন কর্মকান্ডের মাধ্যমে এটি প্রমাণিত হয়, নিজেদের দাবির প্রতি পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ নয় মার্কিন যুক্তরাষ্ট্র।
তিনি বলেন, “ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো চলমান যুদ্ধে ইরানকে জড়িত হওয়ার আহ্বান জানায়নি। কারণ তাদের কাছে সব কিছুই রয়েছে। তারা নিজেরাই ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরি করে।”
সূত্র: প্রেস টিভি