গাজ্জা উপত্যকায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের হামলায় শহীদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৩০০ জনে। যার মধ্যে ৩ হাজার ৩০০ জন নারী ও ৫ হাজারেরও বেশি শিশু রয়েছে। আহতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে।
আজ রবিবার ভোরে, দখলকৃত পশ্চিম তীরে ২ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার বাহিনী। যার মধ্যে একজন প্রতিবন্ধী বলে জানিয়েছে আল ওয়াফা নিউজ এজেন্সি। যার ফলে পশ্চিম তীরে ফিলিস্তিনি শহীদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০০ জনে, যার মধ্যে ৪৮ জন শিশু।
গাজ্জায় ইসরাইলি হামলা বন্ধ করতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের হস্তক্ষেপ কামনা করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
মিশরের রাফাহ সীমান্ত দিয়ে গাজ্জা উপত্যকায় ১ লাখ ২৩ হাজার লিটার জ্বালানি তেল নিয়ে দুটি ট্রাক প্রবেশ করেছে বলে জানিয়েছে জাতিসংঘ। মার্কিন যুক্তরাষ্ট্রের অনুরোধের পর প্রতিদিন দুই ট্রাক জ্বালানি তেল প্রবেশের অনুমতি দিয়েছ ইসরাইল।
গাজ্জা উপত্যকায় হামাসের চোরাবালিতে আটকে পড়া ইসরাইলের পরাজয় সুনিশ্চিত বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ডের শীর্ষ কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি।
সূত্র: আল জাজিরা