শুক্রবার, ডিসেম্বর ৮, ২০২৩

ইসরাইলের পারমাণবিক সক্ষমতা; এরদোগানের মন্তব্যের পর যা বলছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল কতৃক পারমাণবিক অস্ত্র মজুদের ফলে মধ্যপ্রাচ্য জুড়ে পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তার মতে দখলদার রাষ্ট্রটির এই পদক্ষেপ অত্র অঞ্চলকে প্রতিকূল পরিস্থিতির দিকে ঠেলে দেবে। এছাড়াও দেশটির কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে বলেও জানান তুর্কি পররাষ্ট্রমন্ত্রী।

শনিবার (১৮ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

হাকান ফিদান বলেন, “ইসরায়েলের পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়া এই অঞ্চলকে পারমাণবিক নিরস্ত্রীকরণ রাখার প্রক্রিয়াকে ব্যর্থই করবে না বরং তা তৈরি করার প্রতিযোগিতা আরো বাড়িয়ে তুলবে। ফলে এই অঞ্চলে পারমাণবিক সক্ষমতা বৃদ্ধি পাবে। যা বিশ্ব ও এই অঞ্চল উভয়ের জন্য ক্ষতিকর”

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ইসরাইল পারমাণবিক অস্ত্রের অধিকারী হয়েছে যা বিশ্ববাসী জানলেও বহু বছর ধরে এটি একটি অস্বীকৃত গোপনীয়তা। এটি এমন একটি সত্য যা সম্পর্কে সবাই অবগত হলেও তা কেউ গ্রহণ করেনি।”

তিনি আরো বলেন, “পারমাণবিক অস্ত্রের বিস্তার নিয়ন্ত্রণ চুক্তিতে (এনপিটি) স্বাক্ষর না করা সত্ত্বেও পারমাণবিক অস্ত্রের মজুদ বৃদ্ধি করেছে ইসরাইল। আমরা খুব ভালোভাবেই জানি ইসরাইলকে এই সক্ষমতা অর্জনে উল্লেখযোগ্যভাবে সহায়তা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপ।”

প্রসঙ্গত, সম্প্রতি একটি রেডিও সাক্ষাৎকারে, বিকল্প যুদ্ধ ব্যবস্থা হিসেবে গাজ্জা উপত্যকায় পারমাণবিক বোমা নিক্ষেপের পরামর্শ দেন ইসরায়েলের ঐতিহ্যমন্ত্রী আমিচাই ইলিয়াহু। এমন মন্তব্যের পর নেতানিয়াহু কতৃক তাকে বরখাস্ত করা হলেও রীতিমত ইসরাইলকে চেপে ধরেছে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।

একের পর এক কড়া বার্তায়, নেতানিয়াহুকে পরমাণু অস্ত্র থাকলে তা বিশ্ববাসীর সামনে উন্মোচন করতে বলেছেন এরদোগান। সেই সঙ্গে দেরি হওয়ার পূর্বেই তা খতিয়ে দেখারও আহ্বান জানান তিনি। এছাড়াও ইসরাইলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আখ্যা দিয়ে বলেন, ‘গাজ্জায় তাদের সেনাবাহিনী গণহত্যা চালাচ্ছে।’ পাশাপাশি হাম আজকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করারও নিন্দা জানান তিনি।

গত সপ্তাহে তুর্কি প্রেসিডেন্টের কড়া বার্তার পরপরই দেশটির পররাষ্ট্রমন্ত্রী পক্ষ থেকে এমন মন্তব্য এলো।

সাক্ষাৎকারে, গত সপ্তাহে রিয়াদে অনুষ্ঠিত আরব-ইসলামিক শীর্ষ সম্মেলনটি অসাধারণ ছিল বলে জানান তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। এবিষয়ে তিনি বলেন, মুসলিম দেশগুলোর মধ্যে সহযোগিতা ও সংহতি গড়ে তোলার ক্ষেত্রে সম্মেলনটি একটি টার্নিং পয়েন্ট ছিল।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img