বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

এরদোগানের বিজয়ের পর তাকবিরের ধ্বনিতে মুখরিত আয়াসোফিয়া

টানা তৃতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রজব তাইয়েব এরদোগান। তার বিজয় উদযাপনে তাকবিরের ধ্বনিতে মুখরিত হয়ে উঠে বিলুপ্ত ইসলামি খেলাফতের শ্রেষ্ঠত্বের প্রতীক ঐতিহাসিক আয়াসোফিয়া।

সোমবার (২৯ মে) ঐতিহাসিক আয়াসোফিয়াকে তাকবিরের ধ্বনিতে মুখরিত করে তুলেন এরদোগানের সমর্থকেরা।

জানা যায়, চূড়ান্ত প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় এরদোগানের বিজয় উদযাপনরত সমর্থকরা রাত ১২ টা বাজার পর ঐতিহাসিক ‘ইস্তাম্বুল বিজয়’ উপলক্ষে পৃথিবীর অন্যতম বিখ্যাত স্থাপনা আয়াসোফিয়াতে জড়ো হয়। সেখানে তারা আল্লাহু আকবার বলে সমস্বরে তাকবির দিয়ে পুরো আয়াসোফিয়া জামে-কে মুখরিত করে তুলে।

উল্লেখ্য, ১৪৫৩ সালের ৬ এপ্রিল থেকে ২৯ মে পর্যন্ত তৎকালীন আধুনিক রোম বা বাইজেন্টাইন সাম্রাজ্যের দুর্জেয় নগরী কনস্টান্টিনোপল উসমানী খলিফা সুলতান মুহাম্মাদ আল ফাতিহ কর্তৃক অবরোধের শিকার হয়।

মূলত রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীসহ সকল মুসলিমের জন্য ভবিষ্যত বাণীতে কনস্টান্টিনোপল বা কুস্তুনতুনিয়া বিজয়ের সুসংবাদ, বিজয়ে নেতৃত্বদানকারী সেনাপতি ও তার দলের সৌভাগ্য বা উত্তমতার কথা বলার পর থেকেই যুগে যুগে মুসলিমরা অবরোধের মাধ্যমে তা বিজয়ের চেষ্টা চালিয়ে আসছিলো, যাতে তারাই ভবিষ্যত বাণীর সেই উত্তম কিংবা সৌভাগ্যবান নেতা বা তার দলের সদস্য হতে পারেন।

কিন্তু কনস্টান্টিনোপল জয় করা ছিলো একপ্রকার দুঃসাধ্য। এর ভৌগোলিক অবস্থানের কারণেই তা ছিলো বাইজেন্টাইন কিংবা আধুনিক রোম সাম্রাজ্যের একমাত্র অজেয় নগরী।

শহরটির ভৌগোলিক অবস্থান ত্রিভুজাকৃতির। তার উত্তরে রয়েছে গোল্ডেন হর্ন, পূর্বে বসফরাস প্রণালী ও দক্ষিণে মার্মার সাগর। এছাড়াও তিনদিক থেকে জলাবদ্ধ থাকায় শহরটি প্রাকৃতিকভাবেই ছিল সুরক্ষিত।

এটি কেবল যে প্রাকৃতিকভাবে সুরক্ষিত ছিল তা নয়, তার চারদিকে ছিল ৪০ ফুট উঁচু ও ৬০ ফুট পুরুত্বের এক দুর্ভেদ্য ও অপ্রতিরোধ্য দেয়াল। দেয়ালে ৫০ মিটার অন্তর অন্তর একটি করে ওয়াচ টাওয়ার ছিল, যেখানে থেকে সহজেই শত্রু সেনাদের উপর গোলাবর্ষণ করা যেত এবং গরম পানি কিংবা তেল ঢেলে দেওয়া হতো।

কন্সটান্টিনোপল রক্ষায় গ্রিক ফায়ার নামে একটি অস্ত্রও বিশেষ ভূমিকা রাখত। এ অস্ত্র এতটাই ভয়ংকর ছিল যে এর আগুন পানি দিয়ে নেভানোও ছিল প্রায় অসম্ভব।

তাছাড়া যেকোনো ধরনের নৌ-আক্রমণ ঠেকানোর জন্য বসফরাস থেকে গোল্ডেন হর্নের জলপথে ছিল এক বিশালাকার শিকল বা চেইন। ফলে কোনো জাহাজ গোল্ডেন হর্ন অতিক্রম করতে চাইলেই চেইন টেনে সহজেই জাহাজের তলা ফাটিয়ে দেওয়া হতো। এতে করে শহরের পেছন দিক দিয়ে আক্রমণ করা ছিল একেবারেই অসম্ভব।

তরুণ সুলতান ফাতিহ অজেয় কনস্টান্টিনোপলের দম্ভ চূর্ণ করতে নিয়েছিলেন এক অভূতপূর্ব সমর কৌশল।

স্থলপথে প্রাচীর গুড়িয়ে দিতে হাঙ্গেরিয় ইঞ্জিনিয়ার আর্বানের সকল চাহিদা পূর্ণ করে তিনি বানিয়েছিলেন তৎকালীন সর্বশ্রেষ্ঠ বিশালাকৃতির ব্যাসিলিকা কামান।

বাইজেন্টাইন সাম্রাজ্যের প্রধান বাণিজ্যপথ বসফরাস প্রণালি নিজেদের নিয়ন্ত্রণে আনতে সুলতান বায়েজিদ কর্তৃক এশিয়া অংশে নির্মিত দুর্গের বিপরীতে ইউরোপ অংশে অবিশ্বাস্য কম সময়ে করেছিলেন আরেকটি দূর্গের নির্মাণ।

বাকি থাকলো শুধু গোল্ডেন হর্নের বিশালাকৃতির শিকলের ফাঁদ ও পোপের পাঠানো ভেনিসীয় নৌবহরের মোকাবিলা। ভেনিসীয় নৌ-বাহিনীর মোকাবিলা করে উত্তর দিক দিয়ে কনস্টান্টিনোপল প্রবেশ করতে হলে মুসলিম নৌবাহিনীকে পেরুতে হতো গোল্ডের হর্নের পানির নিচে ঝুলিয়ে লুকিয়ে রাখা শিকলের বাধা।

সৌভাগ্যবান বাহিনী নিয়ে উত্তম বিজয় অর্জন করতে যাওয়া সৌভাগ্যবান নেতা সুলতান ফাতিহ তখন এমন উত্তম পরিকল্পনা গ্রহণ করলেন যাকে এখনো পৃথিবীর সেরা সমর কৌশল হিসেবে বিবেচনা করা হয়।

শিকল বাধা পেরুতে আগের তুলনায় ছোট যুদ্ধ জাহাজ তৈরি করে সেনাদের অবর্ণনীয় ত্যাগের বিনিময়ে সুলতান ফাতিহ রাতের আধাঁরেই পাহাড়ের উপর দিয়ে গোল্ডেন হর্নের শিকল বাধা ডিঙাতে সক্ষম হোন।

সকালে পোপের নৌবাহিনী যখন শিকল পেরুনো সুলতানের নৌবাহিনীকে দেখে, তখন তারা দৈত্য দেখার ন্যায় হতবুদ্ধি হয়ে পড়ে এবং আতঙ্কে জোরে জোরে চিৎকার করতে থাকে।

অনেক ত্যাগ-তিতিক্ষা, অকল্পনীয় কৌশল ও আল্লাহর অশেষ রহমতে ১৪৫৩ সালের ২৯ মে শেষমেশ কনস্টান্টিনোপল বিজয় করতে সক্ষম হয়েছিলেন সুলতান মুহাম্মাদ খান।

রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক মুসলিমদের কনস্টান্টিনোপল বা কুস্তুনতুনিয়া বিজয়ের ভবিষ্যতবাণী সুলতান মুহাম্মাদ খানের নেতৃত্বে হওয়ায় তাকে ফাতিহ উপাধি দেওয়া হয়।

একারণেই তুর্কীরা তাকে ফাতিহ সুলতান মেহমেত হান এবং অন্যন্যরা সুলতান মুহাম্মাদ আল ফাতিহ নামে স্মরণ করে থাকে।

তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যতবাণীর কুস্তুনতুনিয়া বিজয় এখন ইস্তাম্বুল বিজয় নামে লোকমুখে অধিক প্রচলিত।

সূত্র: আখবারু তুর্কিয়া

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img