বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

শেষ হলো তুরস্কের ২য় রাউন্ডের ভোটগ্রহণ; শুরু হতে যাচ্ছে ভোট গণনা

শেষ হলো তুরস্কের চূড়ান্ত প্রেসিডেন্ট নির্ধারণী রাউন্ডের ভোটগ্রহণ। শুরু হতে যাচ্ছে ভোট গণনা।

রবিবার (২৮ মে) বিকাল ৫টায় নিয়ম অনুযায়ী ভোটগ্রহণ বন্ধের ঘোষণা দেয় তুর্কি সুপ্রিম ইলেকশন কমিটি।

আজ তুরস্কের স্থানীয় সময় সকাল ৮টা থেকে ২য় রাউন্ডের ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচনে উৎসবের আমেজ পরিলক্ষিত হয়। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতেও দেখা যায় ভোটারদের স্বতস্ফুর্ত অংশগ্রহণ।

অনেকে আবার তাদের পছন্দের প্রেসিডেন্টকে নির্বাচিত করতে এসেছিলেন স্ব স্ব ঐতিহ্যবাহী পোশাকে। কেউ এসেছিলেন ঘোড়ায় চেপে। পোষা প্রাণি নিয়ে ভোটকেন্দ্রে হাজির হওয়ার ক্ষেত্রে ব্যতিক্রমও দেখা যায়। যেমন একজন হাজির হয়েছিলেন তার পালিত ভেড়া নিয়ে। ভেড়াটিকে তার মালিকের পিছু পিছু ভোটকেন্দ্রে ঘুড়ে বেড়াতে দেখা যায়।

এছাড়া অসুস্থ ব্যক্তিদের জন্য ভোটকেন্দ্রগুলোতে ছিলো বিশেষ ব্যবস্থা। শয্যাশায়ীদের অনেকেই ফ্রি অ্যাম্বুলেন্স পরিষেবা ব্যবহার করে ভোটকেন্দ্রে গিয়ে বিশেষ উপায়ে তাদের ভোট দিয়ে আসেন। আর যারা এতেও সক্ষম নন তাদের জন্য রাখা হয়েছিলো মোবাইল ব্যালট বাক্সের বিশেষ ব্যবস্থা।

জানা যায় ২য় রাউন্ডের নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হয় গত শনিবার (২১ মে) প্রবাসী তুর্কিদের ভোটগ্রহণের মধ্যদিয়ে। মোট ৭৩ টি দেশে ২৪ মে পর্যন্ত ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন প্রবাসীরা। এছাড়া বর্ডার ক্রসিং, বিমানবন্দর ও স্টেশনগুলোতেও রাখা হয়েছিলো ভোটগ্রহণের ব্যবস্থা।

আজ তুরস্কের স্থানীয় সময় রাত ১০ টার মধ্যে ভোট গণনা শেষে চূড়ান্ত ফলাফল ঘোষণার কথা রয়েছে।

সূত্র: আখবারু তুর্কিয়া আল আজিলা

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img