বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

বিরোধী দলের কর্মীরাও ভোট দিচ্ছেন এরদোগানকে

এরদোগানকে ভোট দেওয়ার দৃশ্য ধারণ করলেন বিরোধী দল সিএইচপির এক সদস্য।

রবিবার (২৮ মে) তুরস্কের চূড়ান্ত প্রেসিডেন্ট নির্ধারণী রাউন্ডে এ ঘটনা ঘটে।

সিএইচপির এক সদস্য দলের পক্ষ থেকে পাওয়া ব্যক্তিগত ছবি ও ভোটকেন্দ্রের তথ্য সম্বলিত একটি স্টিকার ও একটি চিরকুট একটি ভোটকেন্দ্রের নির্ধারিত কক্ষের টেবিলে রেখে ছবি তুলেন। আর এরদোগানকে ভোট প্রদানের বিষয়টি নিশ্চিত করে তার ব্যালট পেপারটি খামে ভরেন। যা ভোট দিয়ে আসার পরবর্তীতে তিনি এক অনলাইন প্লাটফর্মে শেয়ার করেন।

তার চিরকুটটিতে তিনি কেনো সিএইচপির সদস্য হওয়া সত্ত্বেও কামাল কিলিচদারের তুলনায় এরদোগানকে উপযুক্ত মনে করেছেন তা লেখা ছিলো।

এছাড়া সিএইচপির পক্ষে ভোট প্রদানকারী একজন ভোটারেরও একটি ভিডিও অনলাইন প্লাটফর্মে ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায়, তিনি অত্যন্ত ক্ষোভ নিয়ে ব্যালট পেপারে কামাল কিলিচদারের ছবির নীচে ‘এভেত’ বা ‘হ্যাঁ সূচক’ সিল মারছেন যে, তা ভেঙ্গে যায়।

সূত্র: আখবারু তুর্কিয়া আল আজিলাহ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img