শনিবার, এপ্রিল ২০, ২০২৪

নির্ধারিত কেন্দ্রে ভোট দিলেন দুই প্রতিদ্বন্দ্বী এরদোগান ও কামাল কিলিচদার

নিকটস্থ নির্ধারিত কেন্দ্রে ভোট দিলেন চূড়ান্ত প্রেসিডেন্ট পদের লড়াইয়ে থাকা দুই প্রতিদ্বন্দ্বী রজব তাইয়েব এরদোগান ও কামাল কিলিচদার ওগলু।

রবিবার (২৮ মে) ইস্তাম্বুল ও আঙ্কারার নিকটস্থ কেন্দ্রে ভোট প্রদান করেন এই দুই প্রেসিডেন্ট পদপ্রার্থী।

ভোট প্রদানের পর সংবাদমাধ্যমে আলাপকালে কট্টর সেক্যুলারবাদী ন্যাশনাল এলায়েন্স প্রধান কামাল কিলিচদার ওগলু বলেন, আমরা সকলেই যে গণতন্ত্র কামনা করছি তা রক্ষায় তুরস্কের সকল নাগরিককে ভোটকেন্দ্রে গিয়ে নির্দ্বিধায় তাদের ভোট প্রদানের আহবান করছি। কেননা আজকের নির্বাচন কঠিন পরিস্থিতির মধ্যদিয়ে অতিক্রম করছে। ফলাফল পরিবর্তনে প্রভাব বিস্তারেরও সম্মুখীনও হচ্ছি আমরা।

অপরদিকে ইস্তাম্বুলের উস্কুদারের এক ভোটকেন্দ্রে নিজের ভোট দিতে যান মুসলিম বিশ্বের প্রভাবশালী ব্যক্তিত্ব রজব তাইয়েব এরদোগান।

ভোট প্রদানের পর সংবাদমাধ্যমে আলাপকালে তিনি বলেন, আমরা ১ম রাউন্ডে বিশ্বের জন্য গণতন্ত্রের দৃষ্টান্ত স্থাপন করেছি। জনসাধারণের উদ্দেশ্যে বলতে চাই, এবারও আপনারা স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিতে আসুন। বিশ্বকে দেখিয়ে দিন আমরা কতটা গণতন্ত্র প্রিয়।

এছাড়া আজ বিজয়ী হওয়ার সম্ভাবনা কতটুকু সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এরদোগান বলেন, জনগণই তাদের পছন্দের প্রেসিডেন্টকে নির্বাচিত করবে। এক্ষেত্রে ফলাফল প্রকাশের মাধ্যমে চূড়ান্ত প্রেসিডেন্ট নির্ধারণের প্রক্রিয়া দ্রুতই শেষ হবে বলে আমি আশাবাদী।

এসময় তিনি বাইরে উপস্থিত উস্কুদারের হাজার হাজার কর্মী ও সমর্থকদের ভালোবাসায় সিক্ত হোন।

সূত্র: আল জাজিরা

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img