শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

তুরস্কের রান-অফ নির্বাচনে ভোটারদের ব্যাপক উপস্থিতি

ভোটারদের ব্যাপক উপস্থিতির মাধ্যমে চলছে তুরস্কে রান-অফ নির্বাচন। আগামী পাঁচ বছর রিসেপ তাইয়েপ এরদোয়ান নাকি কেমাল কেলিচদারোগলো দেশ শাসন করবেন এ প্রশ্নে ভোট দিচ্ছেন ভোটাররা।

আজ রোববার (২৮ মে) প্রথম দফায় কাঙ্ক্ষিত ফল না আসায় দেশটিতে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ চলছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, এই রান-অফ নির্বাচনে ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা যাচ্ছে। এমনকি গত ১৪ মে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে যত মানুষ ভোট দিয়েছিলেন, রান-অফে ভোটের সংখ্যা আরও বেশি হবে বলে ধারণা করা হচ্ছে।

ইস্তাম্বুল থেকে আল জাজিরার সাংবাদিক সিনেম কোসেগলো বলেছেন, ১৪ মের ভোট ছিল তিন প্রার্থীর মধ্যে একজনকে বেঁছে নেওয়া, সঙ্গে ছিল সংসদীয় নির্বাচন। আর ওই সময় ভোটের লাইনেও ধীরগতি দেখা যায়, কারণ সাধারণ মানুষ বিশাল ব্যালটে ভোট দিতে সমস্যায় পড়ছিলেন।

আল জাজিরা আরও জানিয়েছে, এবারের নির্বাচনের প্রথম ধাপে মোট ভোটারের ৮৮ শতাংশ তাদের ভোট প্রদান করেন। মানে ওই সময় প্রায় ৮০ লাখ ভোটার ভোট দেননি।

স্থানীয় সময় সকাল ৮টায় আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু হওয়ার পরই ভোটারদের সারি দীর্ঘ হতে থাকে।

সূত্র: আল জাজিরা

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img