বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

২য় রাউন্ডের নির্বাচনেও তুরস্ক বিশ্বের জন্য দৃষ্টান্ত স্থাপন করবে: তুর্কি পররাষ্ট্রমন্ত্রী

২য় রাউন্ডের নির্বাচনেও তুরস্ক বিশ্বের জন্য দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মাওলুদ চাভুশওগলু।

রবিবার (২৮ মে) চূড়ান্ত প্রেসিডেন্ট নির্ধারণী রাউন্ডে নিকটস্থ কেন্দ্রে ভোট প্রদানের পর সংবাদমাধ্যমের সাথে আলাপকালে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মাওলুদ চাভুশ ওগলু বলেন, আমরা ১ম রাউন্ডের নির্বাচনে বিশ্বকে শিখিয়েছি যে প্রকৃত গণতন্ত্র কাকে বলে। আর তুরস্কের দলগুলো কতটা গণতন্ত্র প্রিয়।

এছাড়া ২০ মে থেকে শুরু হওয়া ২য় রাউন্ডের প্রবাসী ভোটগ্রহণ কার্যক্রমে বাইরের দেশগুলোতেও বিরাজ করেছে উৎসব মুখর গণতান্ত্রিক পরিবেশ। এজন্য প্রবাসী তুর্কিদের আমি ধন্যবাদ দিতে চাই। কেননা ২য় রাউন্ডের প্রেসিডেন্ট নির্বাচনেও তারা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেছে।

এসময় তিনি আজ শেষ পর্যন্ত উৎসবমুখর গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখে ২য় রাউন্ডের নির্বাচনেও তুরস্ক বিশ্বের জন্য দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সূত্র: আল জাজিরা

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img