শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

দ্রুত ফলাফল প্রকাশের ঘোষণা দিলেন তুরস্কের সর্বোচ্চ নির্বাচনী সংস্থার প্রধান

দ্রুত ফলাফল প্রকাশের ঘোষণা দিলেন তুরস্কের সর্বোচ্চ নির্বাচনী সংস্থা সুপ্রিম ইলেকশন কমিটির প্রধান আহমদ ইয়েনার।

আজ রোববার (২৮ মে) নিকটস্থ কেন্দ্রে চূড়ান্ত প্রেসিডেন্ট নির্ধারণী ২য় রাউন্ডে নিজের ভোট প্রদানের পর সংবাদমাধ্যমকে একথা জানান তিনি।

আহমদ ইয়েনার বলেন, আজকের ফলাফল ১৪ মে এর তুলনায় দ্রুত প্রকাশ করার ব্যপারে আমরা আশাবাদী। কেননা এটিতে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে শুধুমাত্র দু’জনের মাঝে।

নির্বাচনী নিষেধাজ্ঞাগুলোও আগেভাগে উঠিয়ে নেওয়া হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিকাল ৫টার পর পরিস্থিতি পর্যবেক্ষণ সাপেক্ষে নির্বাচনী নিষেধাজ্ঞাগুলো নির্ধারিত সময়ের আগে কখন উঠিয়ে নেওয়া হবে এব্যাপারে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

উল্লেখ্য, গত ১৪ মে এর প্রথম রাউন্ডের নির্বাচনে কোনো প্রেসিডেন্ট প্রার্থীই ৫০ শতাংশের উপরে ভোট পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় নিয়ম অনুযায়ী আজ ৪৯.৫১ ও ৪৪.৮৮ শতাংশ ভোট নিয়ে এগিয়ে থাকা দুই প্রার্থী এরদোগান ও কামাল কিলিচদার ওগলুর মাঝে ২য় রাউন্ডের চূড়ান্ত প্রেসিডেন্ট নির্ধারণী রাউন্ড অনুষ্ঠিত হচ্ছে।

আজ সকাল স্থানীয় সময় ৮ টা থেকে ভোটগ্রহণ শুরু করে তুরস্কের সর্বোচ্চ নির্বাচনী সংস্থা সুপ্রিম ইলেকশন কমিটি।

সূত্র: আল জাজিরা

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img