শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

এবার পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষমতায় আসার পালা: মোদি

ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে এত বড় সভা দেখিনি। হেলিকপ্টার থেকে দেখছিলাম। ময়দানে জায়গা নেই। রাস্তায় লোক উপচে পড়ছে। মনে হয় না ওরা পৌঁছতে পারবেন। এই সভা সফল করার জন্য সকলকে প্রণাম জানাই। পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষমতায় আসার পালা এবার।

রবিবার (০৭ মার্চ) দুপুরে কলকাতার বিধানসভা নির্বাচন উপলক্ষে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

হিন্দুত্ববাদী বিজেপির প্রধানমন্ত্রী মোদি বলেন, বাংলা কী হারিয়েছে, তা আপনারা আমার চেয়ে ভালো করে জানেন। যা বাংলা থেকে কেড়ে নেওয়া হয়েছে, সেগুলো ফিরিয়ে আনব। ভারত স্বাধীনতার ৭৫ বছরে প্রবেশ করছে, বাংলা এক নতুন উদ্যম ও সংকল্প নিয়ে এগিয়ে যাচ্ছে। দেশের মতোই বাংলার উন্নতিতে আগামী ২৫ বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ২৫ বছরের সূচনার প্রথম ধাপ এই বিধানসভার নির্বাচন। ২৫ বছরের উন্নতির ভিত্তি হতে চলেছে নির্বাচন। শুধু বাংলায় সরকারের বদলের জন্য নয়, বাংলাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য ভোট দেবেন।

তিনি বলেন, ২০৪৭ সালে দেশ স্বাধীনতার ১০০ বছর উদ্‌যাপন করবে, সেদিন দেশকে আবার নেতৃত্ব দেবে বাংলা।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img