বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

পাকিস্তানের গুপ্তচর হিসেবে কাজ করেছেন জিয়াউর রহমান : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে পাকিস্তানের গুপ্তচর হিসেবে কাজ করেছেন।

রোববার (২৬ মার্চ) ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে এ কথা বলেন তিনি ।

তথ্যমন্ত্রী বলেন, জিয়াউর রহমানের কাছে বিগ্রেডিয়ার বেগ যে চিঠি লিখেছিল, তাতেই প্রমাণিত হয় জিয়াউর রহমান পাকিস্তানির গুপ্তচর হিসেবে কাজ করেছিল।

তিনি বলেন, জিয়াউর রহমান রণাঙ্গনে যুদ্ধ করে, আর খালেদা জিয়া নতুন বউয়ের আদরে পাকিস্তানির ক্যান্টনমেন্টে থাকে, এটা কী কোনোভাবে সম্ভব?

তিনি আরও বলেন, আমি মুক্তিযুদ্ধ দেখেছি, এখনও বহু মুক্তিযোদ্ধা বেঁচে আছে। তারা দেখেছেন কোনো এক মুক্তিযোদ্ধাকে পানি অথবা ভাত খাওয়ানোর অপরাধে পাকিস্তানিরা তাকে ধরে নিয়ে হত্যা করেছে। শুধু তাই নয়, সেই অপরাধে তারা বহু মানুষের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, নির্যাতন করেছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img