বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

আফগান শিশুদের জন্য ৭ মিলিয়ন পাউন্ড দেওয়ার ঘোষণা দিয়ে মাত্র ১ মিলিয়ন দিচ্ছে ব্রিটিশ সরকার

ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানে নারী ও শিশুদের সহায়তার জন্য প্রায় ৭ মিলিয়ন পাউন্ড ঘোষণা করেছিল ব্রিটেন। তবে সম্প্রতি সেখান থেকে ৬ মিলিয়ন পাউন্ড বাদ দিয়ে মাত্র ১ মিলিয়ন পাউন্ড দেওয়ার কথা জানিয়েছে দেশটির সরকার।

এবিষয়ে সেভ দ্য চিলড্রেন এর প্রধান গুয়েন হাইনস মন্তব্য করেছেন, “বিশ্বের অন্যতম কঠিন পরিস্থিতিতে মৃত্যুর ঝুঁকিতে থাকা শিশু ও তাদের পরিবারগুলো থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে যুক্তরাজ্য।”

শনিবার (২৫ মার্চ) সংবাদ মাধ্যম ‘দি গার্ডিয়ান’ থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ বিষয়টি জানানো হয়েছে।

প্রতিবেদনটিতে কমনওয়েলথ ও ডেভেলপমেন্ট অফিসের বিবৃতি তুলে ধরা হয়েছে। যেখানে বলা হয়েছে, স্বাস্থ্যসেবা ও শিক্ষার মতো প্রয়োজনীয় মৌলিক পরিষেবাগুলির জন্য বরাদ্দকৃত ৭ মিলিয়ন পাউন্ড থেকে ৬ মিলিয়ন পাউন্ড কেটে রাখা হয়েছে।

এ বিষয়ে ইমারাতে ইসলামীয়ার ডেপুটি অর্থমন্ত্রী আব্দুল লতিফ নাজারি বলেন, “আফগান জনগণের জন্য মানবিক সাহায্য অব্যাহত রাখা উচিত। মানবিক সাহায্য প্রদানের ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের রাজনীতি করা উচিত নয়।”

উল্লেখ্য, বিশ্লেষকরা বলছেন, দারিদ্রতার কারণে আফগান শিশুরা ইতিমধ্যে ক্ষুধা ও বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। আর এরকম সময়ে তাদের জন্য বরাদ্দকৃত তহবিল কমিয়ে দেওয়ার অর্থ হল তাদেরকে আরো কঠিন পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া

সূত্র: তোলো নিউজ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img