দীর্ঘদিন পর আবারও কোনও ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই রাশিয়ার নাগরিকদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে আমেরিকা। এর আগে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পরপরই আমেরিকা এমন উদ্যোগ নিয়ে কিছুদিন পর তা বাতিল করেছিল। তবে যুদ্ধের এক বছরের মাথায় সেই উদ্যোগ আবারও চালু করেছে দেশটি।
শনিবার (১৮ মার্চ) প্রকাশিত ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গার্ডিয়ানের প্রতিবেদন অনুসারে, সম্প্রতি এক রাশিয়ান যুবক অভিবাসন নিয়ে কাজ করা এক মার্কিন অধিকার গোষ্ঠীর শরণাপন্ন হন।
তিনি জানান, তাকে জোরপূর্বক আমেরিকা থেকে বের করে দেওয়ার তোড়জোড় চলছে। এর পরপরই আমেরিকার উদ্যোগের বিষয়টি সামনে আসে। সেই যুবকের মতো অনেকেই রাশিয়া থেকে পালিয়ে আমেরিকায় এসেছিলেন গত বছর। এ স্রোত আরও শক্তিশালী হয় যখন রাশিয়া অতিরিক্ত সেনা মোতায়েনের জন্য পারশিয়াল মোবিলাইজেশন শুরু করে। পরে সেই যুবকসহ আরও কয়েকজনকে সাম্প্রতিক সময়ে আমেরিকা থেকে জোরপূর্বক রাশিয়ায় ফেরত পাঠায় দেশটির প্রশাসন।
আমেরিকার ফেডারেল প্রতিষ্ঠান ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই বা আইস) বলেছে, মার্কিন অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) মানবিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কার্যকরভাবে অভিবাসন আইন প্রয়োগ করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রয়োজন অনুসারে আইস বাণিজ্যিক এয়ারলাইনস এবং চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে অ-নাগরিকদের দেশ থেকে বের করে দেওয়ার অধিকার রাখে।
মার্কিন অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট আরও জানিয়েছে, নির্দেশনা অনুসারে আইস রাশিয়াসহ বিভিন্ন দেশের নাগরিকদের ফেরত পাঠাচ্ছে।