শনিবার, এপ্রিল ২০, ২০২৪

আফগানিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে বেশ কয়েকজন দায়েস সদস্য নিহত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় শহর মাজারি শরীফে দায়েশের আস্তানায় হামলা চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। এতে বেশ কয়েকজন দায়েশ সদস্য নিহত হয়।

রবিবার (১৯ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এ তথ্য জানান আফগান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।

তিনি বলেন, আফগান নিরাপত্তা বাহিনীর অভিযানে বেশ কয়েকজন দায়েশ সদস্য নিহত হয়েছে এবং প্রচুর পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। মাজারি শরীফ শহরের কয়েকটি এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও বলেন, দায়েশ-বিরোধী অভিযানে তালেবান ফোর্সের একজন সদস্য আহত হয়েছেন।

এদিকে, বালখ প্রদেশের পুলিশের মুখ্যমন্ত্রী মুহাম্মাদ আসিফ ওয়াজির আফগানিস্তানের জানান, অভিযানে দায়েশের তিনটি আস্তানা ধ্বংস হয়েছে। হামলায় নিহতরা সবাই তাজিকিস্তান ও উজবেকিস্তানের নাগরিক।

সূত্র: পার্সটুডে

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img