বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

‘রমজানের আগেই মাওলানা মামুনুল হকসহ আলেম উলামাদের মুক্তি দিন’

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার মজলিসে শূরার অধিবেশনে বক্তারা বলেছেন, দীর্ঘ দিন ধরে অন্যায়ভাবে আলেম উলামাদের গ্রেফতার করে জেলে আটক রাখা হয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হকের সাথে তার পরিবারের সদস্যদের সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না। জেল বন্দি হিসেবে তারা সামান্য অধিকারটুকুও পাচ্ছেন না। এসব চরম অমানবিক ও মানবাধিকার বিরোধী। মানবিক দিক বিবেচনা করে পবিত্র রমজান মাসে মুক্ত ও স্বাধীনভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করতে রমজানের আগেই মাওলানা মামুনুল হকসহ আলেম উলামাদের মুক্তি দিতে সরকারের প্রতি জোর দাবি জানান নেতৃবৃন্দ।

শনিবার (১৮ মার্চ) পূর্ব লন্ডনের একটি কনফারেন্স হলে অনুষ্ঠিত মজলিসে শূরার অধিবেশনে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সভাপতি মাওলানা রেজাউল হক। অধিবেশনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় অভিভাবক পরিষদ সদস্য মাওলানা ফরিদ আহমদ খান।

যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক মুফতী ছালেহ আহমদের পরিচালনায় এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যুক্তরাজ্য শাখার সহ সভাপতি মাওলানা আতাউর রহমান, সহ সভাপতি মাওলানা ছালেহ আহমদ, সহ সভাপতি মাওলানা ছালেহ আহমদ হামিদী, সহ সভাপতি মাওলানা মুহাম্মদ শাহ নূর মিয়া, সহ সাধারণ সম্পাদক মাওলানা নাজিম উদ্দিন, সহ সাধারণ সম্পাদক ও লন্ডন মহানগর শাখার সভাপতি মাওলানা মুসলেহ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা মিছবাহুজ্জামান হেলালী, সহ বায়তুলমাল সম্পাদক ইমাম মাওলানা আবুল কালাম আজাদ প্রমূখ।

শূরার অধিবেশনে কর্মসূচির মধ্যে ছিল কুরআন তেলাওয়াত, সভাপতির স্বাগত বক্তব্য, অধস্তন শাখা সমূহের রিপোর্ট পেশ ও পর্যালোচনা, যুক্তরাজ্য শাখার রিপোর্ট পেশ ও পর্যালোচনা, বায়তুলমাল রিপোর্ট পেশ ও পর্যালোচনা, সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে বিশেষ পরিকল্পনা, হেদায়েতী বক্তব্য, সভাপতির সমাপনী বক্তব্য, মুহাসাবা ও মুনাজাত।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img