শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

‘স্বাধীনতাকে অর্থবহ করতে ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করতে হবে’

ইসলামী আন্দোলন বাংলাদশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বলেছেন, স্বাধীনতাকে অর্থবহ করতে হলে ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করতে হবে। ১৯৭১ সালে মানুষ সেই আশা বুকে লালন করেই স্বাধীনতাযুদ্ধ করেছিল।

শনিবার (১৮ মার্চ) বিকেলে রাজধানীর মিরপুর-১ গোল চত্বরে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে আয়োজিত র‌্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, লুটেরা ও টাকা পাচারকারীদের জন্য শুধু দ্রব্যমূলের উর্ধ্বগতি কেন, গরুর গোস্তের কেজি দুই হাজার টাকা হলেও কোনও অসুবিধা নাই। অসুবিধা হলো এদেশের খেটে খাওয়া মানুষের। খেটে খাওয়া মানুষের স্বাধীনতার স্বাদ আস্বাদন করতে হলে বিজয়ী আর্দশ ইসলাম প্রতিষ্ঠার বিকল্প নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশ সকল নাগরিকের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্যই জন্ম হয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশারাফুল আলম, সহ-সভাপতি মাওলানা নুরুল ইসলাম নাঈম, সেক্রেটারী মাওলানা আরিফুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারী আলহাজ্ব হাসমত আলী প্রমুখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img